আমার লেখা কাব্যে
তুমি হবে ছন্দ,
শব্দের আলপনা তুমি
আহা কী আনন্দ।
গল্পের অনুপ্রেরণা তুমি
নাটকের পটভূমি,
উপন্যাসের শেষ পাতায়
আছো শুধু তুমি।
কবিতার পঙক্তি গুলো
বাঁধে ছন্দের জুটি,
অন্তমিলের পরিপূর্ণতায়
হবে কিছু ত্রুটি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com