প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
কবিতারা হাসে
কবিতারা হাসে আমার আকাশে
উড়ে বেড়ায় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত
সঙ্গী না পেয়ে উচ্ছ্বাসে হয় উচ্ছ্বসিত,
অপূর্নতাকে পরিপূর্ণ করতে সে বদ্ধপরিকর।
কবিতারা হাসে, কাঁদে, অভিমান করে
কারও মন খারাপের কারণ হয়ে
দিগ্বিদিক ছুটে চলে আপন মহিমায়,
আর নিয়ম করে লিখে যায় নতুন পথের ঠিকানা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com