কখনো তুমি কফি হাউসে
কবিতা মহলে আছো বসে
লিখতে লিখতে হয়ে পড়
উদাসী বা আবেগ মূখর।
তোমাকে চেনে আম জনতা
তোমাকে জানে কবিতারা
আরিয়াদহের চেনা তিনতলা
আছে বই নেই সেখানে মা।
তোমাকে আমি চিনলাম সেদিন
যেদিন শরৎ শেষে হেমন্তের আগমন
পাশাপাশি বসে কলেজস্ট্রিটের ঐ বাড়িটায়
সাহিত্য সুধার হচ্ছিল অনুষ্ঠান।
আমি কবিতা লিখতে পারি না,নেই ছন্দ
লিখতে পারি না গল্প
তোমার মুখের হাসি অমলিন
কোন জাদুতে মোহাচ্ছন্ন,কবি তোমার পাঠকমহল ?
এই যে কবি তুমি কি শুনছ
একমুখ দাড়ি, মাথায় টাকা,নেই টাকা
কাঁধে ঝোলানো ব্যাগ,সামনের সাড়িতে বসা
নাম - কৌশিক গাঙ্গুলি,রইল আমার প্রণাম।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com