• আজ- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

কবরের সমুদ্র

সাজ্জাদ ফাহাদ / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
সমুদ্র
সমুদ্র

add 1
  • সাজ্জাদ ফাহাদ

সমুদ্রের নীর খেতে খেতে আমি এসেছি পথ এতো দূর,
সমুদ্র না দেখলে হতো না জানা
সমুদ্র জল কতোটা মধুর।
আমি সমুদ্রের সাথে মিশে
আত্মবিশ্বাসে হারিয়েছি দিসে,
বুঝিনি সুধা – বুঝিনি নষ্ট পানি,
সমুদ্র আমায় দেখিয়েছে পথ ;
অর্ণবতরি তার কৃত্রিম শব্দে দিয়েছে আমায় অভিমত।
বহুবার আমার ভেসের বদল ঘটেছে।
হয়েছে চিন্তার বদল।
আজীবন সমুদ্র আমায় দিয়েছে সান্তনা
দেখিয়েছে বাস্তবতা ;
দেখিয়েছে নানান ফসল।
সমুদ্র ভাঙে আবার নতুন করে গড়ে,
আমি যে সমুদ্রের নীর খেয়েছি এ সমুদ্র যেনো ভিন্ন এক সমুদ্র,
অদৃশ্যে বারবার ভাঙে।
সমুদ্র আমার বিশাল শিক্ষা হয়না তুলনা তার,
পরজন্মে যদি তার দেখা পাই আবার
আমি তার জুতা হয়ে রবো ;
সকাল বিকাল আমি তার পায়ের ধূলি নেবো।
আমি যে সমুদ্রের কথা বলছি এ সাধারণ সমুদ্র নয় ;
এ সমুদ্র কবরে যায় আবার সেখান থেকে কথা কয়,
এ সমুদ্র আমার সর্ব শিক্ষা, আমার দেহের বীজ,
কিছুই পারিনি দিতে তবু আব্বা সালাম নিস।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:১২)
  • ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ জমাদিউস সানি, ১৪৪৬
  • ১১ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT