কথার সাথে কথারা হারিয়ে যায়
সময় বাঁকে ..
আলাপের দ্বিচারিতা আর
সময়ের ব্যর্থতা
ক্রমশ এগিয়ে আসে
পাশে বসে
সখ্যতা জমায়
আঙুলে আঙুল রেখে
এক - দুইয়ের অছিলায়
নতুন কোনো সংখ্যা বসায়
আর দূরের নদী বয়েই চলে
জোয়ার - ভাটার সঙ্গে ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com