কথা দিয়ে জয় করা যায়
জনগণের মন
কথার বিষে ছিন্ন হায়
রক্তেরই বাঁধন।
কথায় মধু কথায় যাদু
কথায় সর্বনাশ
কথা দিয়ে জয়পরাজয়
কথায় জীবননাশ।
বুঝেশুনে কথা বলি
সংযত হই কথায়
ভালোকথার দাও গো বুদ্ধি
প্রভু আমার মাথায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com