পরিত্যক্ত ঘোষিত রাজপথের বুক ছিঁড়ে
খানিকটা হেঁটে যাই পৃথিবীর স্তব্ধ পথ
বেখেয়ালি সব কথারা গণঅভ্যুত্থান গড়ে তোলে
তোমার সাথে দীর্ঘ আলাপ নিয়ে বসতে,
অথচ তোমার নরম কণ্ঠস্বর ভেসে এলে
কথারা ফুরিয়ে আসে,
তখন কেবল কথা শুনতে ইচ্ছে করে।
কেনো জানি ইচ্ছে করে
তোমার সাথে দীর্ঘ সময় নিয়ে আলাপ হোক,
ইরাকের ফোরাত ফুরিয়ে যে স্বর্গখনি বের হবে
তা নিয়ে আলাপ ,
আর না হয় ইসরায়েলের সৈনিকের বুলেটের আঘাতে
গাজায় চটপট করে নিভে গেল যে শিশু
তার শেষ ইচ্ছেটুকু নিয়ে এক বৃহত্তম আলোচনা।
তবুও আমাদের কথা হোক দীর্ঘ সময় নিয়ে।
পেরিক্লিস এর গনতন্ত্রে আসপাশিয়ার ভূমিকা নিয়ে হলেও
কিছুটা রমরমা আলোচনা হোক,
সেটুকু সময় তোমার বাঁকা ঠোঁট চেয়ে যাবো নিদারুণ চোখে।
সেসবের যদি কিছুই না হয়
তাহলে তুমি কবিতার পঙক্তি পাঠ করে যেও
নিশীথের অন্ধকারে যে নক্ষত্র ছড়িয়ে আছে আলো
তার দিকে চেয়ে চেয়ে বলে যেও কথা,
নিঃসঙ্গ নক্ষত্রের মতো করে
আমিও নিঃসঙ্গতায় চেয়ে যাবো
তোমার অপরূপ সৌন্দর্য, কথার বাচনভঙ্গি।