কুয়াশার জালে আটকা পরেছে চাঁদের কিরণ,
কিরণের মতোই আক্ষেপে আটকা পরে যায় মুহূর্তের গল্প গুলো।
আমার মনে সুখ নেই
দুঃখ নেই
হঠাৎ হঠাৎ চেয়ে দেখি মনের জায়গা জুড়ে আছে মোমের গলা,
জীবন অনুবাদ করে দেখলাম-
তারই বিশেষ অংশ য-ফলা ;
এ য-ফলার নাম আক্ষেপ।
মাঝ রাতে জেগে ওঠে আক্ষেপের পাখি,
২০ হাজার হার্জের ঊর্ধ্ব সুরে গান গায়
তাই শুনে না বিশ্ববাসি ;
আমি তো মানুষ নয়, তাই বোধহয় শোনতে পাই সে করুণ-মধুর সুর,
যে সুরের চরণে আচর কাটে মন
ধারালো ছোট্ট ক্ষুর।
আমি চাঁদের দিকে চেয়ে আছি
কিরণের স্পর্শে শিহরিত হবার প্রতিক্ষায় আছি
কই রাত ফুরিয়ে গেলো স্পর্শ পেলাম না।
ভোর হতেই কানে এলো কদবানের মা বলছে,
‘কইলো গেলি, চান্দে যে মইরা গেলো হুনছত তুরা!’
নিচে নেমে দেখি লাশটা পরে আছে
বুক থেকে আসছে আক্ষেপ পুড়া গন্ধ।