হাতে পেলে মাইকের
মাইক্রোফোনটা,
আক্কাজ মিয়াদের
নেচে ওঠে মনটা।
সাইলেন্ট করে রেখে
পকেটের ফোনটা,
হেঁকে বলে সংগ্রামী
ভাই আর বোনটা।
তারপর জ্বালাময়ী
ভাষণের ক্ষণটায়,
কথা শেষ হয় না তো
দুই তিন ঘন্টায়।
ঘোষকের চিরকুটে
আক্কাজ থামে না,
পাঞ্জাবি টেনে তাকে
বল্লেও নামে না।
এভাবেই চলে তার
ভাষণের পর্ব,
আক্কাজ মিয়ারাই
সমাজের গর্ব!