তোমায় দেখে বিলম্ব কেউ করবে নাতো আর
আগামীকাল রাখবে রোজা সকল রোজাদার।
প্রতিশ্রুতি নিয়েছে সবাই দেখে তোমার হাসি
গলা থেকে নামিয়ে দেবে নির্মমতার ফাঁসি।
অন্তরে কেউ রাখবে না আর কোনো পাপাচারী
বদির চেয়ে করবে সবাই নেকের পাল্লা ভারী।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com