এসো হে পহেলা বৈশাখ,
এসো হে বাঙ্গালী ভাই।
বাংলার ইতিহাস ঐতিহ্য
শিল্পীর রং তুলিতে আঁকি।
বাড়ির আঙ্গিনায় নানা রঙে
আলপনায় ছবি ফুটে তুলি।
এসো হে বাঙ্গালী ভাই,
পহেলা বৈশাখ উদযাপনে যাই।
রমনার বটমূলে ছায়ানটে,
চারুকলার মঙ্গল শোভাযাত্রা।
কবির কণ্ঠে কবিতা,
বাউলের কণ্ঠে গান।
বাংলা মোদের গর্ব,
বাংলা মোদের প্রাণ।
এসো হে বাঙ্গালী ভাই,
পহেলা বৈশাখ উৎসবে যাই।
বাঙ্গালী হবে ঐক্যতান,
তাই দেখে জুড়ায় মনপ্রাণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com