এসো নতুনের ছোঁয়ায়
ভবিষ্যতের স্বপ্ন গড়ে বাস্তবতায়
উন্মোচিত নতুন শিকড় হতে
শিক্ষা লয়ে অবশিষ্ট পাতায়।
আলোকিত অন্ধকার রাতে
যাওয়ার সে চলে গেছে দূরে..
অগ্রসর হই আগামীর পথে
সাম্যের গান গাইবো মোরা সুরে।
স্বপ্ন দেখিয়েছি অনেক কিছু
অর্জন করিবো দেশের জন্য
হয়নি তো তেমন কিছুই পূরণ
মানব এখন খোলা মেলা শূন্য।
পরিবার, পরিজন, জ্ঞানীগুণী শত
নতুন বছর কে আগমন জানাই
সাবধানতায় পথ চলি সকল
সুস্থ চেতনার মানসিকতা বানাই।
অকল্যাণ থেকে পাপ মোচন চাই
অনিষ্ট হতে রক্ষা কোথায় পাই
ঐশী প্রেম খুঁজ খুঁজে বেড়াই
প্রভু ছাড়া চাওয়ার কেহ নাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com