রঙ মেখে দেই তোমায়?
তারও আগে এক আঁচল ভালোবাসা রাখো বুকে
তারও আগে দেখে লও কী দারুণ বাঙময় আকাশ!
রঙ মেখে দেই ভালোবাসার?
তারও আগে চাতকের চোখে বর্ষা নামাও,
তারও আগে ডেকে লও
চাঁদ জোছনার রাত-বেরাতের নির্লিপ্ত নিষ্পাপ সঙ্গম
এসো তবে মাখামাখি হই রঙে, হই একাকার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com