শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এসএসসি পরীক্ষা হবে এক বছরের সিলেবাসে এবং মাধ্যমিকে পুনরায় বিজ্ঞান, মানবিক, ও বাণিজ্য বিভাগ ফিরছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত পাঠ্যপুস্তক অনুযায়ী। ২০২৭ সালে এসএসসি পরীক্ষার জন্য ২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাক্রম অনুসরণ করতে হবে। এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সংশোধিত মূল্যায়ন পদ্ধতিতে ডিসেম্বর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর মতো হবে।