শীত এল বাতাস নিয়ে
গাঁয়ে পড়েছে শীত
দিনমজুর কৃষক শ্রমিকদের
গায়ে লাগে শীত ।
শীত কয়না কথা আসে ধেয়ে
আলোর নেই দেখা
ঝিরঝির শিশির বিন্দু কণা
দুর্বা ঘাসে যায় দেখা ।
চারিদিকে ধূসর সাদা
কিছু যায় না দেখা
বুড়ো গুড়ো সবাই কাঁপে
সূর্যের নেই দেখা ।
গরিব দুঃখীর নেই শীত বস্ত্র
কষ্টে কাটে দিন
ধনীবান মহাজন গরিব কে
শীত বস্ত্র দিন ।
আল্লার বান্দা সবাই আমরা
যা করবেন দান
শেষ বিচারের ময়দানে পাব
সবাই ভাল প্রতিদান।