ছয় ঋতুর দেশ আমাদের
ঋতুর পরিবর্তন আসে,
আজকে এলো শরৎ রানী
দেশ ফুলে ফুলে ভাসে।
গাছে গাছে ফুল ফুটেছে
বসে ভোমর মধু খায়,
নীল আকাশে মেঘ করেছে
পাখি নীড়ে ফিরে যায়।
শরৎ এলো আকাশ নীলে
উড়ে সাদা মেঘের দল,
শরৎ এলো মোদের দেশে
ঝলমলে নদীর জল।
নদীর ধারে সাদা কাশবনে
মেঘ বালিকা হেসে খেলে,
পদ্মপাতার শালুক ফুলের
গোলাপি পাপড়ি মেলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com