বসন্তে এলো ঘরে কনে
নতুন আশা কনের মনে।
লেগেছে ফাগুনের হাওয়া
নানা রঙের আবির পাওয়া।
লাগবে পলাশ ফুলের রঙ
দেখতে টিয়া ঠোঁটের রং।
মানাবে দেখতে মধুর সঙ্গ
করবে সবাই বন্ধুত্বের রঙ্গ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com