বছর ঘুরে এলোরে ফিরে
আবারও শীতকাল,
শীতের ঠান্ডায় এবার সবার
করবে যে শীতল ।
আসছে ধেয়ে শীত মৌসুমের
শীতলা ঐ-না হাওয়া,
উত্তরা পবন হেমন্ত ঋতুকে
করবে এবার ধাওয়া।
এই শীতে যতো বৃদ্ধ বৃদ্ধারা
গায়ে জড়াবে শাল,
খেজুর রসের তৈরী পিঠাই
সব রসে ভরবে গাল।
শীতের প্রভাতে সোনা ঝরা
পড়বে মিষ্টি রোদ,
শিশু কিশোর সে রৌদ্রে বসে
বাঁধবে সবাই জোট।
কাননে নানান কুসুম বৃক্ষে
ফুটবে বাহারি ফুল,
খেজুর বৃক্ষরা সাজিবে বর
বরুই গাছেতে কুল।
ভোর বেলাতে দেখবে হিম
জমা দূর্বা ঘাসে,
সাদা কাশফুল থাকবে ফুটে
ঝিলের আশে পাশে।
গাঁয়ের রাখাল পড়ন্ত বিকালে
বাজাবে বাঁশের বাঁশি,
গাছি গাছ কেটে,আনবে রস
বঁধুর মুখে ফুটবে হাসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com