বৃষ্টি পড়ে মাথার ছাতায়
ছাতা দেখি সবার মাথায়
দেখলে লাগে ভালো
বৃষ্টি গেলে সূর্য ওঠে
ছড়িয়ে দেয় আলো।
গাছের ডালে ভিজছে পাখি
বৃষ্টি ভিজে করুণ আখি
ভিজছে পাখির ডানা
বাইরে যেতে খোকা বাবুর
মা করেছে মানা।
নদীর কুলে কাশের ফুলে
বৃষ্টি এলে হেলেদুলে
কী দারুণ যে লাগে
বৃষ্টি ভিজে গোসল করতে
ইচ্ছে খুবই জাগে।
এমন দিনে ঘরেই থাকি
মন চলে যায় বাইরে
বাইরে গেলে মায়ে রাগে
স্বাধীনতা নাইরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com