একটি মেয়ে গলা ছেড়ে গাইতেছিলো
অন্যরা সব সুখের পরশ পাইতেছিলো
সে মেয়েটি রুমা,
শুনো বলি সুমা
বাবা এসে তার কপালে ওমনি দিলো চুমা।
রুমা এখন অনেক বড়ো আকাশ ছুঁতে চায়
এদিক ওদিক ছুটতে মানা, শাসন করে মা'য়
করছে স্মৃতি চারণ
কী শাসনের কারণ
রুমা এখন মানতে নারাজ, এসব শাসন বারণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com