হিন্দু, মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান
মানুষ মানুষে কোন নেই তো ব্যবধান…
মানুষ সকলেই সমান,
রাম, রহিম বলো গৌতম, আদনান
সব, এক মায়ের সন্তান।
এ-যে, একই পুষ্প শাখা-প্রশাখার
হরেক পুষ্প রূপে ছড়ায় ঘ্রাণ।
তাই, ধর্মের যতো রেষারেষি
হৃদয়ে কেউ না পুষি…
এসো, সব মানুষে আজ মিলেমিশে
মানুষ মানুষকে ভালোবেসে।
জাতপাতের অহমিকা ঠেলে দূরে
বৈষম্যের জাল ছিন্ন করে…
সব, ভ্রূতৃত্বের বন্ধনকে আঁকড়ে ধরে
এসো সব, গাই সাম্যের গান।
আমরা সবাই মানুষ এক প্রভু
ভিন্ন নামে সব ডাকি….
নিজনিজ ধর্মের রেওয়াজ অনুসারে
উপার্সনা করে থাকি।
সকলের দেহেতে যে বইছে একই
দেখো, লাল রক্তের ধারা…
একই রকম সবার আত্মা দেহে যে
সবার, একই রকম যে প্রাণ।