আমি তো নিঃস্ব, বলা যায় সবকিছু হারিয়ে আজ হয়েছি নিঃশেষ সর্বশান্ত একেবারেই সর্বহারা,
তবে একেবারে শূন্য জীবন তা-নয়, পূর্ণ হয়েছে যে আমার অপূর্ণ এ হৃদয়, তবে ধনদৌলত সিংহাসন কিম্বা কোন অর্থ বিত্ত ঐশ্বর্যে নয় এক উদার মনের গুণী মহীয়সী নারীর ভালোবাসায়।
সবি হারায় ব্যথিত হৃদয় নিদারুণ শূন্যতায় যখন ভুগছিলো ভীষণ, ভীষণ ভাবে হতাশায়,
তখন সেই তো জল শূন্য খরতর ধূধূ-মরু উদ্যান
হাহাকার প্রাণ পুনরায় পুনরুজ্জীবিত করেছিলো
ফুটিয়েছিল যত্নে ভালোবাসার পুষ্প হৃদয় কাননে
তার মায়াভরা প্রেমের শান্তিময় শান্তনায়।
তার মহৎ প্রেমের সে বদন্যতা আমার স্মৃতিচারণে
আজন্মকাল যে কাব্যে রহিবে গাঁথা,
আমার কাছে সে অতুলনীয় প্রাণের চেয়েও প্রিয়
তার প্রেম গুণাবলি ছন্দ মালায় ছড়ায় মুগ্ধতা।
সত্যিই সে আমার প্রেম তাই তার প্রেমের প্রভাবে
ভীষণ ভাবে যে প্রভাবিত হয়েছে আমার চিত্ত
নিত্য এ হিয়া তাকে নিয়েই তো মধুময় সুখ স্বপ্নে বিভোর হয়েছে সবসময় সারাটাক্ষন
জীবনে আর কারোর নয়, সে নারীর ভালোবাসায়।
তার সাবলীল প্রেমময়ী মায়ার বাঁধনে জড়ায়
আমার মন বাস্তবিকই হয়েছে আকৃষ্ট, মিষ্ট কথা
আন্তরিকতা, মনোক্ষুণ্ণ মনে যুগিয়েছে অনুপ্রেরণা
যার রূপ সৌন্দর্যের স্নিগ্ধ মোহনীয় লাবণ্য
লোচন শীতল করা এতটাই যে মায়াবী দৃষ্টি নন্দন আমার কাছে অনন্য, ধন্য করেছে যে এ বিষাদময় পীড়িত এ জীবন, মনে হয় নারী কুলে সেই উৎকৃষ্ট
সে-যে অদ্বিতীয়া সার্বিক গুণাবলিতেই শ্রেষ্ঠ।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com