এক ফালি রোদ হেসে বলে
যাচ্ছো কোথায় পথিক?
আমার কথা শুনতে পাও কি
থমকে দাঁড়ায় বনিক।
শুনতে পাচ্ছি তোমার কথা
কি বা আমায় বলবে?
আমি হলাম তোমার সাথী
আমার সাথে চলবে?
তোমায় আমি ঘুম পাড়াবো
চাঁদের আলোর ফাঁকে,
ঝড় তুফানে রক্ষা করে
থাকবো তোমার বাকে।
আমার বন্ধু হবে তুমি
সুখের কথা কইব,
তোমায় নিয়ে সুখ সাগরে
দুর্গ গগনে বইব।
আমি পথিক তোমার লগন
থাকবো সর্বক্ষণে,
মিষ্টি রোদের আঁলো যেন
দোলায় আমার মনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com