একুশ আমার অহংকার
বাঙলা আমার প্রাণ
বাঙলায় আমি কথা বলি
বাঙলায় গাই গান।
একুশ মানে আত্মাহুতি
মায়ের ভাষার জন্য
বাঙলাভাষা বিশ্বজুড়ে
ভাষাশহীদের জন্য।
আন্তর্জাতিক মর্যাদায় আজ
মাতৃভাষা বাঙলা
স্বগৌরবে প্রতিষ্ঠিত
বাঙালির প্রিয় বাঙলা।
ভাষার জন্য লড়াই করে
রক্তো দিলো, প্রাণ দিলো
বীর বাঙালিজাতি
ভাষাসৈনিকদের বিনম্র শ্রদ্ধা
অক্ষুণ্ণ রবে খ্যাতি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com