একুশ নিয়ে প্রস্তুতিতে
নানান আয়োজন,
শীতের আমেজ বই মেলাতে
রকমারি ভোজন।
একুশেরই চত্বরে তে
হাজার মানুষের ভিড়,
বাংলার তরে দোঁয়া মাহফিল
নানান উৎসবের নীড়।
পিঠা পায়েস ঘরে ঘরে
আত্মীয়তার মেলা,
বাৎসরিকের বিদ্যালয়ে
হচ্ছে নানান খেলা।
রঙ্গিন বর্ণের সাজবে দেশের
অলিগলি পাড়া,
একুশে এলেই, ভাইয়ের রক্তের
বর্ণ রূপের ধারা।
এ যেন এক নতুন দিবস
কর্মযজ্ঞ শত,
একুশেরই প্রস্তুতিতে
ব্যস্ত অবিরত।