শতকের উপর কুড়ি হলো গাঁয়ের বুড়ো দাদুর
লাঠির উপর নির্ভর করে হেঁটে চলছে নিরন্তর।
চায়ের নেশা আজও আছে, সাথে রঙিন বিঁড়ি
আটটা বাজে ফিরতে বাড়ি, কিছু বললেই করে আড়িঁ।
বয়স ভুলে করে প্রবীণ নিত্য ফসল চাষ
সঙ্গী- সাথী কৈশোর দেখে করে হাসফাস!
ঢিলে কাজ লক্ষ করে কিশোরকে দেয় ঝাড়ি
বলে দাদু, কৈশোরেতে এমন কাজ দিছি কত পাড়ি!
সন্ধ্যে হলে গুটি পায়ে টং এ আড্ডা দেয়
চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হাসি দেয়।
পুরানা দিনের গল্প করে, বলে ইতিহাস
কিশোর -যুবক মন দিয়ে শুনে করে হাসফাস!
রঙিন ছিল সোনার বাংলা, ছিল না দুর্নীতি
এখন সময় ধ্বংসস্তুপের, চলে কুটনীতি।
দীর্ঘশ্বাস নিয়ে বলে, কেন হলো এমন?
সোনার দেশের, সোনার মানুষ, তবেই তো সুন্দর মাতৃভূবণ!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com