কভু, ভাবিনি এমন করে
তুমি ভুলে যাবে....
বন্ধু, আমাকে ভুলে তুমি
এভাবে দূরে রবে।।
আমি, কভু ভাবিনি তুমি
পর করে দেবে...
আমায় পর করে অন্যের
আপন করে নেবে।।
আমি ভেবেছিলাম চিরদিন
সঙ্গী হয়ে রবে।।
ভেবে ছিলাম হব দুজন
শুধুই দুজনার,
সকল বাঁধা জয় করবো
মানবো না হার।।
অবশেষে দুজনার দুটি মন
সুখ খুঁজে পাবে।।
আমার কথা ভাবলেনা
কভু তো তুমি,
তোমায় হারায় কি নিয়ে
বাঁচবো আমি.?
তুমি, ভাবলেনা এই বিরহ
মন, কি করে সবে.?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com