একটি তর্জনী স্বাধীনতার ডাক দেয়-
পাকিটাকি রাজাকারের ইয়া জোরে হাঁক দেয়।
একটি তর্জনী কাঁপায় দেশ আর কাঁপায় সারা বিশ্ব
কেমন ছিলো একাত্তুরে, জানিস সে সব দৃশ্য?
একটি তর্জনী পরশ পাথর ছুঁয়ে দিলেই প্রাণ পায়
তোমার আমার বুকের মাঝে দেশের কী যে গান গায়।
একটি তর্জনী খুব মহীয়ান নম্র হতে দীক্ষা দেয়
পাকসেনাদের সেই তর্জনীই চরম ভাবে শিক্ষা দেয়।
সেই তর্জনী কার, সেই তর্জনী কার, বলতে দ্বিধা ধাঁধা নাই
সেই তর্জনী জাতির পিতার জানতে কোন বাধা নাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com