তোমরা কেউ শীতের একখানা গরম কাপড় দেবে..?
দেবে..দেবে কেউ একখানা কাপড়?
দাও-না -দাও-না-কেউ আমায় একখানা গরম কাপড়,
না..না..আমি বিলাসিতার জন্য চাইছিনা
তোমাদের কাছে কোন নতুন দামী কাপড়চোপড়।
তোমাদের ব্যবহারিত বাড়িতে ফেলা রাখা কোন জীর্ণ
একটা পুরাতন কাপড় হলেও আমার চলবে...
দাওনা..ছিঁড়া ছুটো কোন পুরাতন শীতের গরম কাপড়,
আমি তা- আমার ছোট্ট বাচ্চাদের ব্যবহার করার জন্য
অতি যত্নে - সুঁই সুতো নিয়ে জোড়াতালি পট্টি দিয়ে
না হয় তা-করে নেবো সেলাই ফোঁড়।
দাওনা পৌষের এই হিম ঠান্ডা নিবারণ করার জন্য একটা শীতের গরম কোন কাপড়,
আমার দৈহিক লজ্জা শরম নিবারণ করার মত অন্তত
একটা কোন ছিঁড়া ছুটো জরাজীর্ণ কাপড়।
জানো..এ বছর প্রচন্ড শীত পড়ছে.আমার খুব কষ্ট হয়
খোলা আকাশের নিচে হিম তুষার ভেজা রাতে
আমার ছোট্ট কচিকাঁচা বাচ্চা গুলো নিয়ে থাকতে
সন্তানেরা না, এই শীতে খুব কষ্ট পাই
একেবারে কুকিয়ে ওঠে রাতে হাড়কাঁপানো এ শীতে
আমি বুকের মধ্যে লেপ্টে রাখি যাতে শীত না লাগে কিন্তু কিন্তু তবুও তোমরা তো ধনী দাওনা একটা কাপড়
তোমরা ধনীরদ যদি আমাদের কাপড় না দাও...
তবে খোলা আকাশের নীচে, এমন জল ঝরা কুয়াশায়
হিম বায়ুই আগলা দেহে বলো তো কি করে রবো বেঁচে?
দাওনা একখানা শীতের গরম কাপড়
ময়লা হলেও অসুবিধে নেই দাও না-একখানা কাপড়...
একটু দয়া করো, দয়া করে এই দুঃস্থ হতদরিদ্রটিকে
একটা শীতের গরম বস্ত্র করো দান,
আমাকে একেবারে খালি রিক্ত হস্তে সব ফিরাই দিওনা
তোমরা তো সম্পদশালী ধনী বিত্তবান।
তোমরা লিপ্টে চড়ো, দালান কোঠা আকাশ ছুঁয়া বড়।
একবার আমাদের কথা ভেবে দেখো...
কিভাবে অর্ধ মৃত্যুের ন্যায় আমরা ফুটপথে পড়ে থাকি অনাহারে এই শীতে সব হয়ে জড়োসড়ো।
আমরা যারা এতিম মিসকিন অনাথ ফুটপথের শিশুরা
আমরাও তো রক্তে সব প্রাণ সঞ্চারিত তোমাদের মত
অনুভূতি পূর্ণ, এক একজন পূর্ণাঙ্গ মানুষ তাইনা?
আমাদেরও তো লাগে শীত, পেটে লাগে রাক্ষুসী ক্ষুধা
কেনো..কেনো..তোমরা সেটা বোঝনা?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com