এই শহরে মেঘ জমেছে
অন্ধকারে ঢেকে,
তোমার শহর আলোকিত
আমায় একা রেখে।
এই শহরে বৃষ্টি নামে
প্রতি মধ্যরাতে,
তোমার শহর বেশ জমেছে
অন্য কারো সাথে।
এই শহরে কষ্ট ছাড়া
সুখের বড় অভাব,
তোমার শহর সুখে ভরা
হাসিতে তার জবাব।
এই শহরে সুখ পাখিটা
আসবে না তো জানি,
তোমার শহর থাকবে সুখে
এটা আমি মানি।
অসাধারণ
ধন্যবাদ। ❤️