বিপুলা এই পৃথিবী এক মহাগ্রন্থ
কেউ পড়ে জ্ঞানী হয় কেউ মোহগ্রস্ত।
লেখক যিনি তাহার প্রকাশক তিনি
নানা জনে নানা নামে তারে সবে চিনি।
কেউ তারে আল্লাহ বলে কেউ বলে ঈশ্বর
তিনি ছাড়া পৃথিবীর সবই নশ্বর।
গদ্য-পদ্যের যথায় মহা সমাবেশ
এক এক পাতা যেন এক এক দেশ।
ধরণিতে যত আছে বিশ্বকোষ লেখা
এর মত দ্বিতীয়টি যায় নাতো দেখা।
যদি চাও ধর্মতত্ত্ব খোঁজে পাবে তায়
বিজ্ঞান বিধৃত তার পাতায় পাতায়।
ইতিহাস অর্থনীতি পাবে মাটি খোঁড়ে
চারুকলা কারুকলা আছে গ্রন্থজুড়ে।
পবনে বাঁশির সুর বাজে সুমধুর
তটনী সঙ্গীতে করে বিমোহ বিভোর।
কেউ পড়ে জ্ঞানী হয় কেউ পুরে আশা
অবোধ বোঝে না কভু অবনির ভাষা।
বিশাল জ্ঞানের এই মহাগ্রন্থ পড়ে
কিছু জ্ঞান নিতে চাই আহরণ করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com