এই কার্তিক এই হেমন্তে সন্ধ্যায় কুয়াশারা নামে
আধফালি চাঁদের ফিকে জোছনায় জোনাকিরা হাঁটে
আধ আলো আধ ছায়ায় খেলে বেড়ায় দূরের গাঁ
নিশুতি পাখির দল ঝাঁক বেঁধে নিরুদ্দেশ ছোটে।
ফসলের মাঠ সবুজ রঙের ঢেউ খেলে উত্তরের হাওয়া
ভোরের ঝিরিঝিরে ঠান্ডা বাতাসে গাছের পাতায় কাঁপন ধরে
হৈমন্তিক সোনালি আলোয় মনকে দেয় নাড়া
কৃষক বধূর নতুন ফসলের ডাকে মন ওঠে ভরে।
শিশির গায়ে মেখে নুয়ে পড়ে শিউলির নরম ডাল
শিমের মাচায় নেচে ওঠে ডাহুক, টুনটুনি, চড়ুই, দোয়েল
আকাশ পানে মেঘের দল ওড়ে চলে উত্তরের হাত ছানি
হেমন্তের অবসানে শীতের আগমনি বাতাসে ওঠে রোল।