অজুহাত বিহীন তোমাকে ভালোবাসতে চাই
জ্বরের বাহানা দিয়ে তোমার কপালে হাত রেখে
খুঁজে নিতে চাই প্রেমের উঞ্চতা ,
প্রেসক্রিপশনে লিখে রাখা ওষুধের ব্যবহারবিধি ভুলে
তোমার ঠোঁটে খুঁজে নিতে চাই শতাব্দীর শ্রেষ্ঠ সুখ।
বেখেয়ালি অভিমানে কিংবা মন খারাপের অভিযোগে
তোমার সাথে মিশে থেকে ভালোবাসতে চাই অনন্তকাল অব্দি ।
তোমাকে ভালোবাসতে হবে এইটুকু মনে রেখে
ভুলে থাকতে চাই জগৎসংসারের অহেতুক সব হিসেব,
কখন আসে বসন্ত, কখন আসে কুয়াশার সমাগম
কখন আসবে হিমালয় হতে পলাতক অতিথি পাখির বহর
সেইসব সমস্ত কথা ভুলে আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই।
বর্ষপঞ্জিকার সকল হিসেবে ভুলে
কেবল তোমাকে ভালোবাসতে হবে
এইটুকু মনে রাখতে চাই।
এই অধিকারটুকু পেলে
আমি আর লিখবো না প্রেমের কবিতা,
তোমার আঁচলে মাথা রেখে
শুঁকে নিবো নিদারুণ চুলের ঘ্রাণ, স্বস্তির শীতল নিঃশ্বাস ।