ভাদ্র-আশ্বিন শরৎকাল
মেঘমুক্ত আকাশ,
ভেসে চলে সাদা মেঘ
ছড়ায় মিষ্টি সুবাস।
আমন ধানে ফসলের মাঠ
হাওয়ায় হাওয়ায় দুল,
দূর গগনে ফুটে সদা
শেফালী শিউলি ফুল।
দূর্বা ঘাসে হালকা শিশির
হাঁটতে ভালো লাগে,
শীতের বার্তা দিচ্ছে ওরা
অনুভূতি জাগে।
লাল শালুকের বিলের জলে
আছে মধ্যখানে,
পাকা তালে, চালতা, ডুমুর
সুবাস ছড়ায় ঘ্রানে।
রংধনুতে কাশবনেরই
অঙ্গে ভরা গহনা,
জ্যোৎস্না রূপে হেমন্তেরি
ঋতুর সেই মোহনা।