শীতের আমেজ নিস্তেজ আজি
প্রকৃতি পায় প্রাণ,
ধানের ক্ষেতে পাখির মেলা
আনন্দে গায় গান।
গাছে গাছে নতুন পাতা
মাঠে সবুজ ঘাস,
ঋতু চক্রে বসন্তকাল
ফাল্গুন-চৈত্র মাস।
বসন্তের ঐ হাওয়া লেগে
দেহের ক্লান্তি দূর,
গায়ক পাখি কোকিল তোলে
কুহু কুহু সুর।
আম কাঁঠালের মুকুলের ঘ্রাণ
কাজে ব্যস্ত মউ,
প্রকৃতির রূপ নজর কাড়ে
যেন নতুন বউ।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
ফোটে রঙিন ফুল,
সকল ঋতুর রাজা সে যে
বসন্তের নেই তুল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com