শীতের দিনে লাগে ভালো
লাগলে ঠান্ডা কম,
এবার শীতের দস্যিপনায়
যাবেই বুঝি দম।
হাঁড়কাপানো ঠান্ডা এলো
কয়েক বছর পর,
বাড়তে পারে বৃদ্ধ শিশুর
ঠান্ডা কাশি জ্বর।
ঘুমায় যারা পথ ও ঘাটে
কষ্ট বেশী তাদের,
দিও তাদের গরম কাপড়
আছে বেশি যাদের।
কষ্টে আছে পাখপাখালি
কুকুর বিড়াল ছানা,
শীতের বুড়ি রাত ও দিনে
দিচ্ছে ভীষণ হানা।