শীত শীত শীত
শীত শীত শীত,
শীতের এই ঠান্ডাতে
আসে না নীদ।
সকাল বেলার কুয়াশাতে
যায় না কিছু দেখা,
সন্ধ্যা হলেও কুয়াশাতে
কিছুই দেখা যায় না।
ভাপা পিঠা কুলি পিঠা
খেতে দারুণ মজা,
শীতের এমন পিঠা খেলে
মনটা থাকে তাজা।
উহ্ফ কি শীত
বাইরে যাওয়া যায় না,
লেপ মুরি দিয়ে শুয়ে পড়
বাইরে যেও না।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com