মন্টু সাহেব কথা শোনেন?
মাস তো হলো পার,
উপরি কামাই যা করেছেন
হিসেবটা দেন তার?
অটোপাসে চাকরি দিলেন
আমি দিলাম সই,
কোথায় গেল সেসব টাকা
আমার অংশ কই?
এই অফিসের কর্তা আমি
আছে অধিকার,
যে দেবে না উপরির অংশ
হস্ত কাটব তার।
কী বলেন স্যার হস্ত কর্তন
কেমন ব্যবহার।
হস্ত কাটলে ক্যামনে গুনবো
উপরি টাকা স্যার?