তোমার চোখের জল
যেনো ভগবান সইবেন
অপরাধীরা অপরাধ করে
উনি তোমাকে বলবেন সইতে।
আসলে উনি কথা বলতে পারেন না
পাঠাবেন এমন সব মানুষ
তোমাকে উপদেশ দেবেন তাঁরা
উনি মানে ভগবান সব দেখছেন।
সহ্য করতে করতে তোমার
হয়ে শেষ হয়ে যাবে দিন
মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির
কল্পিত নাম যমরাজ।
চিতার আগুন ধরিয়ে দেবে
তোমার শরীর ছাই হবে
অপরাধীরা সব বেহাল তবিয়তে
বেঁচে থাকার অনুমতি পাবে।
শুনতে পাবে না তুমি সেদিন
ওরা বলবে ছিল ভালো লোক
বেঁচে থাকতে মিলবে না সম্মান
যেমন ভগবান, তেমনি তার মানুষ ।