ধুলো জমা পরিবেশ, নদী নামে নর্দমা
পেঁচানো সমাজের লোক, চারিদিকে হাঙ্গামা
ভালো কাজে মন নেই, ভালো দেখে করে হিংসা
মন্দ-তে মন দিয়ে ভুলে যায় ভালো-প্রশংসা
চেতনায় পুষে সাপ, বিষে রাখে ভরে অন্তর
মুখোশে ঢাকে রূপ, গোপনে হয়ে বিষধর।
ভালো লোকের ভালো কাজ গেলো সব বৃথা
তাই জন্ম নিবে কী আর উন্নত আত্মা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com