কাকে তুমি ভাবছ নিজের
কেবা আসবে কাজে!
সময়টাকে খেয়েফেলেছে
দু:সময়ের মাঝে!
তোমার উপর নির্ভরতা
প্রিয়জনের যতো,
একটু পরেই তারাই তোমার
আনবে বুকে ক্ষত!
দূরের মানুষ থাকবে দূরে
আশীর্বাদ হয়ে,
কাছের জন বুঝাতো যাদের
মন্দকিছু কইয়ে!
হায়রে আপন নিশার স্বপন
সবই দেখছি ফেক!
আসলভেজাল দারুণ মিল
জীবন মানেই উদ্বেগ!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com