ধান পেকেছে ধান কেটেছে
উঠানে দিয়েছি ধান।
হঠাৎ করে গগন মাঝে
থোকায় থোকায় মেঘ জমেছে।
থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে
উড়ছে ঝড়ো হাওয়া।
শুকনা ধানে পানি নেমেছে
গলা ফাটিয়ে ডাকছি সবাইকে
আয়না সবই তোরা আয়।
আমার শুকনো ধানে পানিতে ভিজবে,
জলদি করে সবাই আয়।
বৃষ্টি এলো এমন বেগে
ভাসিয়ে নিল ধান।
বান ডেকেছে নদীর ঘাটে,
বিদ্যুতের ঘনঘাটা দেখে মনে হয় ভয়।
বৃষ্টির পানি ভাসিয়ে দিল শুকনো ধান
ভিজিয়ে দিল মন প্রাণ।
কষ্টে আমার বুক ফেটে যায়
বৃষ্টি করল আমার সর্বনাশ।
শুকনো দান ভিজিয়ে দিল
ভিজলাম আমরা সবাই।
বৃষ্টির কর্ম বৃষ্টির কাজ
মনটা হলো বেজায় রাগ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com