ঈদ, ঈদ, ঈদ
পুলকিত হৃদ
চারদিকে হৈ হৈ,
ছেলে বুড়ো সব
করে উৎসব
কই তোরা কই?
সকলের গায়
জামা চমকায়
হাসিমাখা মুখ,
বাহারি খাবার
খায় বারবার
মনে নিয়ে সুখ।
আহা! কিছু জনা
ঈদ কী বুঝে না
বড় দুখী তারা,
নেই উল্লাস
দুখ বারোমাস
অভাবের তাড়া।
ধনবান যারা
খোঁজ নিয়ে তারা
দু'হাত বাড়ান,
দুখীদের মনে
আনন্দ এনে
ঈদকে কাটান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com