ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সবার ঘরে ঘরে,
ঈদের আনন্দ সবার মধ্যে
মনটা যাক ভরে।
ধনী গরীব নির্বিশেষে এক
হয়ে সবাই যাক,
সব ভুলে যাক সবাইমিলে
অভিমান ও রাগ।
সকলের ঘরে সমান ভাবে
খুশি ছড়িয়ে পড়ুক,
এ মহব্বত ‘সারাটা জীবন
সবার মাঝে চলুক।
ঈদ মানে সবার ই আনন্দ
ঈদ মানে খুশি,
এক বছর পর ঈদ আসে
ঈদকে ভালোবাসি।