ঈদ এলোরে ঈদ এলো
লাগলো মনে দোলা,
ধনী গরিব সবার মাঝে
খুশির দুয়ার খোলা।
আত্মীয় স্বজন আসবে এখন
ঈদের খুশি ক্ষণে,
গোমরা মুখে থেকো না আর
এমন একটি দিনে।
ঈদের খুশি বয়ে যাক
সবার জীবনে,
সেমায় পায়েস খেয়ে সবাই
ঘুরতে যাব রে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com