অনেকদিন হয়ে গেছে
যাইনি ঈদে বাড়ি,
পেটের দায়ে কর্ম করে
পেকে গেছে দাড়ি।
বাবা-মা স্বজন রেখে
স্বপ্ন দিলাম বলি,
কিছু অর্থ আসবে বলে
ছিলাম ওলি গলি।
ভালোবেসে কাজ করিয়ে
স্বার্থ তাদের শেষ?
প্রাপ্যটুকু পায়নি মোরা
করছি সমাবেশ।
মহাজনের পদতলে
কর্মী জনগণ,
বুঝার এখন অনেক বাকি
কেবা আপনজন।
সংস্কারে চলছে দেশ
এটাও করতে হবে,
সবাই মিলে সোচ্চার হই
বাঁচবে জীবন তবে।