শোনো খোকা এই নাও তোমার ঈদের পোশাক পরো
এই নাও তোমার ঈদের টাকা হাতে তুমি ধরো।
শোনো খোকা এই প্যাকেটে নতুন জুতা আছে
এই নাও তোমার শখের ঘড়ি রাখো তোমার কাছে।
আব্বু শোনো কিছু কথা বলব তোমার সনে
তোমার গায়ে ছেড়া পোশাক আনন্দ নেই মনে।
হাতে তোমার নেইতো টাকা প্রশ্ন মনে জাগে
কেমনে তুমি কিনলে এসব? উত্তরটা দাও আগে।
মায়েরতো নেই ভালো কাপড় মনটা ভরা দুঃখে
ঈদের পোশাক কেমনে পরি? কষ্ট যে খুব বুকে।
লেখাপড়া শিখে একদিন চাকরি আব্বু নিবো
ভালো ভালো উপহার যে তোমাদেরকে দিবো।
কেমনে খোকা তোমার মাথায় বুদ্ধি এমন আসে?
এমন কথা শুনে মনটা সুখ জোয়ারে ভাসে।
তোমার জন্য দোয়া করি আসুক পথে আলো
মহান মালিক তোমায় যেন রাখে সদা ভালো।