প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ
ঈদের খুশি অনেক বেশি
ঈদের খুশি যে অনেক বেশি
সবার মনে প্রিয়,
ধনী গরীব একসাথে মিলে
ঈদগাহ মাঠে যেও।
নামাজ পড়তে ঈদগাহ মাঠে
একসাথে সব যাই,
পড়বো নামাজ একতা হয়ে
ভেদাভেদ যেন নাই।
ঈদ মানে যে খুশির জোয়ার
ঈদ মানে বেশ খুশি,
একটি বর্ষ ঘুরে ফিরে এলে
তোমায় ভালোবাসি।
হাসিতে খুশিতে সবাই মিলে
ঈদগাহ মাঠে যাই
নামাজ পড়ে কোলাকুলিতে
খুশিতে মাতাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com