প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
ঈদের কেনাকাটা
ঈদের আগেই নতুন জামাকাপড় কেনাকাটার ধুম পড়েছে। অনেক পরিবারে সবাই মিলে একসাথে ঈদের জামা কাপড় কিনতে মার্কেটে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরে দূর দুরান্তে থাকা পরিবারের সদস্যরা একসাথে মিলিত হয়। সকল পরিবারের পেশাজীবি সদস্যদের ঈদে ছোট্ট ছুটি জোটে। আর ঈদের দিনে মিলিত হয়ে আনন্দ ফূর্তি উল্লাসে সময় কাটিয়ে দেয়।সকল পেশাজীবি পরিবারের সদস্যদের ঈদের কয়েকদিন আগে বেশ কিছু দিনের ছুটি হয়। ছুটি হলে গ্রামে বা পরিবারের সাথে ঈদ করার জন্য ছুটে আসে। অফিস আদালত বেসরকারি প্রতিষ্ঠান ছুটি দিলে ই দ্রুত বাড়ি আসা সম্ভব হয় না। তখন সবাই বাড়ি আসার জন্য প্রস্তুত হয়। পথে ঘাটে থাকে বেশ মানুষের ভীড়। দলে দলে ছুটছেন বাড়ির উদ্দেশ্য করে। মনের মাঝে খুবই আনন্দ বাড়ি যাবে। বাবা-মা ভাই বোন পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উদযাপন করবে। কম বেশি সবার পরিবারের পেশাজীবি সদস্য বাইরে থাক। ঈদের ছুটিতে বাড়ি আসার আগে বাড়ির সদস্যদের জন্য কেনাকাটা করে নিয়ে আসে। সময় না পেলে বাড়িতে এসে সকল সদস্যদের নিয়ে দোকানে নিজের পছন্দ মতো কাপড় চোপড় কেনাকাটা করে। পরিবারের সদস্য ছেলে মেয়ে ঈদে বাড়ি আসলে বাবা মায়ের মন খুশিতে ভরে যায়। আবার ছেলে মেয়ে র কাছে বাবা মা আসলে ছেলে মেয়ের মন হাসি খুশিতে ভরে যায়। ঈদের বেশ কয়েকদিন আগে সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরে আসে। পরদিনে মার্কেটে যায় নতুন জামাকাপড় কেনাকাটার জন্য। মার্কেটে অনেক দোকান বেশ দোকান খুঁজে পাওয়া যায় মনের মতো জামাকাপড়। সবাই মিলে কাপড় চোপড় কিনে বাড়ি চলে আসি। সবাই মিলে ঈদের জামাকাপড় কেনাকাটার মজাই আলাদা। কেনাকাটার শেষে বাড়িতে এসে দেখা হয় কার জামাকাপড় কি রকম হয়েছে। কি রকম সাজবে? এই কাপড় পড়ে ঈদ উদযাপন করে। ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে ঈদগাহ মাঠে যায় নামাজ পড়তে। আর মেয়েরা নতুন জামাকাপড় পড়ে বাড়িতে থাকে আর আত্বীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যায়। বেশ আনন্দে এভাবে কয়েকটি দিন পরিবারের সবার সাথে কেটে যায়। একটি বছর পরে সবাই একসাথে হয়ে ঈদের আনন্দ উদযাপন করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com