ছোট্ট খোকন প্রশ্ন করে
ঈদের ক'দিন বাকি?
রোজ সকালে মনের মাঝে
বাবার ছবি আকিঁ।
সব ছেলেরা বাবার সাথে
গরু কিনতে যায়,
বাবার সাথে হাঁটে যেতে
আমার মনে চায়।
দূর আকাশে তাকিয়ে থাকি
বিমান যখন আসে,
ঈদের দিনে কান্না আসে
নাই যে বাবা পাশে।
কবে বাবা আসবে বাড়ি
ঈদ করবো একসাথে,
হাসি খুশি ঘুরে বেড়াবো
ধরে বাবার হাতে।
বাবা যখন থাকে পাশে
ঈদের মতো লাগে,
আমার কাছে প্রতিটি দিন
এমনই প্রশ্ন জাগে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com